অল্প পরিশ্রমে অধিক উপার্জন করতে চান? দেখে নিন দশটি প্রমাণিত উপায়!

0
859

মাসের শেষ হওয়ার আগেই পকেটে টান পড়ে যায়?অল্প পরিশ্রমে এবং অল্প সময়ের মধ্যে অর্থ উপার্জন করতে চাইছেন?আর চিন্তা নেই আমরা আজ নিয়ে এলাম দশটি সহজ উপায়ের সন্ধান যার মাধ্যমে আপনি সহজেই কম পরিশ্রমে উপার্জন করে ফেলতে পারবেন আপনার জন্য অতিরিক্ত কিছু টাকা।

আমাদের মনের জোরের ওপরেও উপার্জনের তারতম্য নির্ভর করে।মনে যদি অর্থ উপার্জনের ইচ্ছা জোড়ালো হয় তাহলে তার সামনে উপায়ও এসে যায় প্রচুর।বর্তমান পরিস্থিতিতে আমাদের চারপাশের পরিবেশ যত উন্নত হচ্ছে আমাদের চাহিদা ততই বেড়ে চলেছে, আর সেই চাহিদা পূরণ করার জন্য যদি অল্প সময়ে অল্প পরিশ্রমের মধ্যে উপার্জনের উপায় পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা।সেইরকমই কিছু সহজে উপার্জনের উপায় নিয়ে এখন আলোচনা করা যাক।

১।মার্কেট রিসার্চে অংশগ্রহণকারীর কাজ

কম পরিশ্রমে তাড়াতাড়ি অর্থ উপার্জনের জন্য একটি যোগ্য কাজ হল মার্কেট রিসার্চের কাজ।এমনকি এই কাজ কলেজে পড়াকালীন অর্থ উপার্জনের জন্য শিক্ষার্থীরাও করতে পারে।বহু কোম্পানি তাদের তৈরী বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিসের ব্যাপারে ক্রেতার মতামত চায়।সেই মতামত দেওয়ার কাজ করতে হয় মার্কেট রিসার্চে অংশগ্রহণকারীদের।

এই কাজে অংশগ্রহনকারীকে কখনো নিজেদের মতামত জানিয়ে আর্টিকেল লিখতে হয়,বিভিন্ন সার্ভেতে অংশ নিতে হয় আবার কখনো কোনো আলোচনার গ্রুপে অংশ নিতে হয়।নিজেদের সময় মতো অল্প পরিশ্রমে এভাবেই উপার্জন করা যায় প্রয়োজনের অর্থ।Focusgroup.com এমনই একটি কোম্পানি, যারা এরকমই মার্কেট রিসার্চে অংশগ্রহনে ইচ্ছুক মানুষদের কাজ দিয়ে সাহায্য করে।

পুরোনো বই এবং গেমস অ্যামাজনে বিক্রি করা   

আরেকটি সহজ পথে উপার্জনের পথ হল নিজের যত পুরোনো বই, গেমস এবং গ্যাজেটস যা এখন আর দরকার লাগছে না সেইগুলো অ্যামাজনে বিক্রি করে কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করা।অ্যামাজনে খুব সহজেই এই জিনিসগুলো বিক্রি করা যায়।আর যদি আপনার কাছে পুরনো দামী কোনো বই-পত্র থেকে থাকে তাহলে সেটিকে অ্যামাজনে বিক্রি করে একসাথে বেশ অনেক পয়সাই উপার্জন করা সম্ভব হয়।তবে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যাতে সেই বইটি ভালো অবস্থাতেই থাকে।যদি অ্যামাজনে ছিঁড়ে যাওয়া বই বিক্রি করা হয় তাহলে নেগেটিভ রিভিউ আসবে যেটি ভবিষ্যতে জিনিস বিক্রি করতে বাধা সৃষ্টি করবে।

৩।‘কোরা’ অনলাইন সাইটে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া

মানুষ এখন অনলাইনেও কোনো বিষয় সম্বন্ধে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির মতামত জানতে চায়।‘quora.com’এর মতো আরও বিভিন্ন অনলাইন সাইট আছে যেখানে ডাক্তার, আইনজীবী, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য অভিজ্ঞ লোকেরা অর্থের বিনিময়ে কোনো বিষয়ে মতামত প্রদান করতে পারেন।

এই প্ল্যাটফর্মগুলি অতিরিক্ত উপার্জনের জন্য ভীষনভাবে উপযুক্ত।এছাড়াও এখানে বেশি সময় ব্যয় করার প্রয়োজনও পড়ে না।যদিও প্রশ্নের উত্তর দিয়ে লাখপতি হওয়া একেবারেই অসম্ভব তবে নিজের ছোটোখাটো চাহিদা মেটানোর জন্য কম পরিশ্রমে অতিরিক্ত উপার্জন সম্ভব।

৪।‘ফিভার’ অনলাইন সাইটে গিগ দখল করা

আপনি কোনো বিষয়ে ভীষণভাবে দক্ষ?আপনার সেই দক্ষতাকে কাজে লাগিয়েই উপার্জন করতে পারেন ‘fiverr.com’ সাইটে।ডিজিটাল সার্ভিসের জন্য যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ছোটো অডিও কিংবা ভিডিও ক্লিপ বানানো,এডিটিং করা কিংবা কন্টেন্ট রাইটিং-এর জন্য এই অনলাইন সাইট ভীষনভাবে উপযুক্ত।

নিজেদের দক্ষতার ওপর নির্ভর করা এই অনলাইন সাইট থেকে উপযুক্ত পরিমানে অর্থ উপার্জন করা যেতে পারে।

৫।নিজের তোলা ছবি বিক্রি করা

ফোটোগ্রাফি করতে ভীষন ভালোবাসেন?তবে এই নেশাকেই অনায়াসে বানিয়ে ফেলা যায় পেশা।তবে ফোটোগ্রাফি থেকে অর্থ উপার্জন করতে হলে অবশ্যই সেই বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে।আপনি যদি ফোটো তোলায় সাংঘাতিকভাবে দক্ষ হয়ে থাকেন তবে অনায়াসেই ShutterStock  কিংবা  iStockPhoto প্রভৃতি অনলাইন সাইটে উপযুক্ত অর্থের বিনিময়ে বিক্রি করতে পারবেন নিজের তোলা ছবি।

এছাড়াও নিজের প্রয়োজনমতো মাঝে মধ্যে অর্থ উপার্জনের জন্য ওয়েডিং ফোটোগ্রাফি কিংবা ইভেন্ট ফোটোগ্রাফির কাজও করতে পারেন।এই পেশায় উপার্জন করতে শুধু প্রয়োজন একটি ভালো ক্যামেরা এবং কিছু ভালো অভিজ্ঞতা।তবে এই উপায়ে আপনি অবশ্যই আপনার প্রয়োজন মতো উপার্জন করতে পারবেন।

৬।পার্সোনাল ট্রেনার হিসাবে কাজ করা

আপনার শরীরচর্চার দিকে ঝোঁক?তাহলে আপনি সহজেই হয়ে যেতে পারেন পার্সোনাল ট্রেনার।বর্তমান জীবনে মানুষ ধীরে ধীরে হয়ে উঠছে স্বাস্থ্য সচেতন ফলে মানুষ পয়সা খরচ করে নিজেদের জন্য রাখছেন পার্সোনাল ট্রেনার।এই কাজে আপনি নিজে অর্থ উপার্জন করার পাশাপাশি অন্যের শরীর ভালো রাখতে সাহায্য করবেন।

এছাড়াও Healthifyme, urban clap –এর মতো অনলাইন সাইটেও নিজের কাজের প্রচার করতেও পারেন।

৭।গৃহশিক্ষকের কাজ

অর্থ উপার্জনের এই উপায় তো বহুকাল ধরে চলে এসেছে।অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য গৃহ শিক্ষকতার কাজ একদম উপযুক্ত উপায়।এছাড়াও বর্তমান যুগে অনলাইন টিচিং-এর মাধ্যমেও উপার্জন করা সম্ভব।বিভিন্ন এডুকেশনাল অ্যাপে টিউটর হিসাবে যোগদান করে সেখান থেকেও উপার্জন করা যায় যথেষ্ট অর্থ।

৮।হোম গার্ডেনিং-এ সাহায্য করা

গাছ-পালা যদি ভালোবেসে থাকেন কিংবা বাগান করার যদি সখ থাকে তাহলে সেই সখ পূরণ করার সাথে সাথেই করতে পারবেন অতিরিক্ত অর্থ উপার্জন।আপনার অঞ্চলে বা পাড়ায় যদি কেউ বাগান তৈরী করতে চায় তাকে অর্থের বিনিময়ে সাহায্য করতে পারেন আপনি বা কারোর বাড়ির বাগান দেখাশোনার দায়িত্বও নিতে পারেন মাসিক অর্থের বিনিময়ে।এই উপায়ে অনায়াসেই উপার্জন করতে পারেন আপনি অতিরিক্ত অর্থ।

৯। অনলাইন সাইটে ঘর ভাড়া দেওয়া

আপনার বাড়ি যদি কোনো ট্যুরিস্ট স্পটে হয় এবং আপনার বাড়িতে যদি কোনো খালি ঘর থাকে তাহলে সেটিকে অনলাইন সাইটে ট্যুরিস্টদের জন্য ভাড়া দিয়ে উপার্জন করতে পারেন যথেষ্ট পরিমান অতিরিক্ত অর্থ।

১০।ট্যুর গাইড

viator’-এর মতো অনলাইন সাইটে ট্যুর গাইডের কাজ করতে পারেন।আপনি যদি কোনো ট্যুরিস্ট স্পটে থাকেন তবে এই কাজ আপনার জন্য একেবারে উপযুক্ত।তবে এই কাজে সুনাম অর্জন করার জন্য পরিশ্রমের প্রয়োজন হয়।প্রথমে আপনাকে ফ্রিতে ট্যুরিস্টকে গাইডের অফার করতে হবে, আপনার গাইড যদি সেই ট্যুরিস্টের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ট্যুরের শেষে আপনাকে সে উপযুক্ত পারিশ্রমিক দেবেই।

এই দশটি উপায়ে কম সময়ে সামান্য পরিশ্রমেই আপনি উপার্জন করে ফেলতে পারেন  বেশ ভালো পরিমান অতিরিক্ত পয়সা।তবে আর দেরী কেন লেগে পড়ুন,আর অবসর সময়কে কাজে লাগিয়ে রোজগার করে ফেলুন অতিরিক্ত অর্থ আপনার চাহিদা পূরনের জন্য।

এই সংক্রান্ত আরও তথ্য জানতে হলে নিঃসংকোচে আমাদের জানান কমেন্টের মাধ্যমে। আমরা চেষ্টা করবো সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরবার।

আপনাদের কাছে একটি অনুরোধ রইলো যদি আমাদের পোস্ট গুলো আপনাদের  ভালো লেগে থাকে তবে আমাদের পোস্টটিকে লাইক ও শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন ।

এছাড়াও অন্য বিষয়ে আরো নতুন নতুন তথ্য পেতে আমাদের ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন ।

Leave a Reply