শিক্ষার্থীদের জন্য 50,000টাকা দামের মধ্যে উন্নতমানের ল্যাপটপের সন্ধান!

0
730

বর্তমান শিক্ষাব্যবস্থায় ডিজিটাল মাধ্যমে শিক্ষাদানের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বিশেষভাবে।সদ্য ঘোষিত শিক্ষাব্যবস্থা অনুযায়ী এখন প্রত্যেকটি বিদ্যালয়েই হবে অনলাইন ক্লাসের ব্যবস্থা।এছাড়াও শিক্ষার্থীদের পাঠ্যক্রমে ষষ্ঠ শ্রেনী থেকেই যুক্ত করা হয়েছে কোডিং।এই সমস্ত কারণেই বর্তমানে শিক্ষাক্ষেত্রে ল্যাপটপ হয়ে গিয়েছে এক অবিচ্ছেদ্য অঙ্গ।তবে একটি ল্যাপটপ কিনতে গেলে বাজেটের সাথে সাথে অনেকগুলো বিষয়ও রাখতে হয় মাথায়।তাই শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবেই আজ টুকিটেক নিয়ে এলো 50,000 টাকা বাজেটের মধ্যে উন্নতমানের ল্যাপটপের সন্ধান।

১। Lenovo IdeaPad S-340 Ryzen 5  

Lenovo IdeaPad S340 Ryzen5 ল্যাপটপে আছে 8th জেনারেশনের ইন্টেল কোর প্রসেসর, যা একজন শিক্ষার্থীকে দেবে অসাধারণ দ্রুততার অভিজ্ঞতা।এছাড়াও এই ল্যাপটপে আছে অসাধারণ কিছু ডিজাইন এলিমেন্ট যেমন ক্যামেরা শাটার এবং অপশনার ব্যাকলিট কীবোর্ড যা একজন শিক্ষার্থীকে রাতজেগে পড়ার সময় কম আলোতেও কাজ করতে সাহায্য করবে।

স্পেসিফিকেশন- এই অসাধারণ ল্যাপটপটিতে পাওয়া যাবে কিছু উন্নতমানের স্পেসিফিকেশন।

  • Windows 10 অপারেটিং সিস্টেম
  • AMD Ryzen5 প্রসেসের সঙ্গে Radeon গ্রাফিক্স
  • 14 ইঞ্চির ফুল HD ডিসপ্লে
  • 8 GB র‍্যাম
  • 128 GB SSD + 1 TB স্টোরেজ

এছাড়াও কানেক্টিভিটির জন্য আছে দুটি USB 3.0 পোর্ট, একটি টাইপ C USB পোর্ট, একটি HDMI এবং ফোর ইন ওয়ান কার্ড রিডার।

২। AVITA Liber

স্টুডেন্ট ফ্রেন্ডলি এই ল্যাপটপটিতেও আছে অনেক আকর্ষণীয় ফিচারস।অন্ধকারে কাজ করার জন্য এই ল্যাপটিতেও পাওয়া যাবে ব্যাকলিট কীবোর্ড ফিচার।ফুল HD ডিসপ্লের এই ল্যাপটপটিতে পাওয়া যাবে কাজ করার সুবিধার জন্য বড়ো মাপের ট্র্যাকপ্যাড।এই ল্যাপটপটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল এর ফিঙ্গারপ্রিন্ট রিডার।

স্পেসিফিকেশন- এই ফিচারগুলো ছাড়াও এই অসাধারণ ল্যাপটপে পাওয়া যাবে আরও অন্যান্য উন্নতমানের স্পেসিফিকেশন।

  • Intel Core i3 8130U 8th জেনারেশনের প্রসেসর
  • 8GB DDR র‍্যাম
  • 256GB SSD স্টোরেজ
  • 14 ইঞ্চির আল্ট্রা HD গ্রাফিক্স স্ক্রিন
  • Windows10 হোম অপারেটিং সিস্টেম
  • 10 ঘন্টা অবদি ব্যাটারি লাইফ

৩। Asus VivoBook 14X412DA-EK140T

Asus কোম্পানির এই অত্যাধুনিক ল্যাপটপটি দেখতেও যেমন সুন্দর কাজও সেরকমই উন্নতমানের।Windows10 এর এই ল্যাপটপে আছে AMD Ryzen প্রসেসর এবং 1TB র স্টোরেজ।নিত্যদিনের ব্যবহারের যোগ্য এই ল্যাপটপ শিক্ষার্থীদের জন্য একদম উপযুক্ত।

স্পেসিফিকেশন – Asus VivoBook 14 X412DA-EK140T ল্যাপটপে আছে কিছু উন্নতমানের স্পেসিফিকেশন।

  • 14 ইঞ্চির ফুল HD ডিসপ্লে
  • AMD Radeon গ্রাফিক্স Windows10 অপারেটিং সিস্টেম
  • স্মার্ট ফ্যানসহ আইস কুল টেকনোলজি
  • Asus Sonicmaster সাথে অসাধারণ অডিও অভিজ্ঞতা

Asus VivoBook X412DA-EK140T ল্যাপটপ প্রত্যেক শিক্ষার্থীদের ব্যবহারের জন্য একটি উপযুক্ত ল্যাপটপ।

৪। Asus 15 X512DA

Asus এর অসাধারন ডিজাইনের এই ল্যাপটপ শিক্ষার্থীদের পছন্দের তালিকায় সর্বপ্রথম স্থানে থাকবে।এই ল্যাপটপের ফ্রেমলেস ডিজাইন ব্যবহারকারীকে দেয় এক অসাধারণ ভিসুয়াল অনুভুতি।উন্নতমানের নতুন AMD প্রসেসর সহ এই ল্যাপটপে আছে ডুয়াল স্টোরেজ ড্রাইভ।পড়াশোনার সাথে সাথে স্টাইলের দিক থেকেও এই ল্যাপটপ শিক্ষার্থীদের জন্য একদম উপযুক্ত।

স্পেসিফিকেশন- ওপরের ফিচারগুলো ছাড়াও এই Asus 15 X512DA ল্যাপটপে আছে আরও কিছু অসাধারন স্পেসিফিকেশন।

  • AMD রাইজেন 5 3500 U প্রসেসর
  • 8GB র‍্যাম
  • 512GB স্টোরেজ
  • AMD ইন্টিগ্রেটেড Radon Vega 8 গ্রাফিকস
  • 15.6 ইঞ্চি ফুল HD ডিসপ্লে
  • ফুল সাইজ ব্যাকলিট কীবোর্ড
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

এছাড়াও উন্নত কানেক্টিভিটির জন্য রয়েছে তিনটি টাইপ-A USB পোর্ট, একটি USB-C পোর্ট ও মাইক্রো SD কার্ড রিডার।এছাড়াও আছে কম্বো অডিও জ্যাক।

৫।HP 15q-ds0058TU

student-friendly-laptop

স্পেসিফিকেশন- স্টুডেন্ট ফ্রেন্ডলি স্টাইলিস্ট এই ল্যাপটপটিতে আছে কয়েকটি উন্নতমানের আকর্ষনীয় স্পেসিফিকেশন।

  • 1.2GHZ ইন্টেল i3 10th জেনারেশনের প্রসেসর
  • ৪GB র‍্যাম
  • 1TB হার্ড ড্রাইভ
  • 15.6 ইঞ্চি আল্ট্রা HD স্ক্রিন
  • Windows 10 অপারেটিং সিস্টেম

HP-র এই অসাধারণ এই ল্যাপটপটির ওজনও মাত্র 1.75 কেজি।

ওপরের এই পাঁচটি ল্যাপটপ প্রত্যেক শিক্ষার্থীকে দেবে উন্নতমানের ব্যবহারের অভিজ্ঞতা।এই ল্যাপটপগুলোর সাথে এখন পড়াশোনাও হয়ে উঠবে মজাদার।

এই সংক্রান্ত আরও তথ্য জানতে হলে নিঃসংকোচে আমাদের জানান কমেন্টের মাধ্যমে। আমরা চেষ্টা করবো সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরবার।

আপনাদের কাছে একটি অনুরোধ রইলো যদি আমাদের পোস্ট গুলো আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের পোস্টটিকে লাইক ও শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন । এছাড়াও অন্য বিষয়ে আরো নতুন নতুন তথ্য পেতে আমাদের ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন ।

Leave a Reply