সেপ্টেম্বর মাসে আগত ১৫,০০০ টাকার মধ্যে সেরা স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোনের সন্ধান!

0
442

কম দামের মধ্যে আকর্ষনীয় ফিচারসহ ফোন সকলেরই পছন্দ।বিশেষ করে ফোন কেনার সময় অনেকেরই বাজেট থাকে পনেরো হাজার টাকার মধ্যে।সমস্ত ক্রেতাদের জন্য তাই স্মার্টফোনের কোম্পানিগুলোও এই বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই বাজারে নিয়ে আসছে মাত্র পনেরো হাজার টাকার মধ্যে আকর্ষনীয় স্মার্টফোন-এর সম্ভার।

১।Realme 6

Realme 5 Pro-এর পরে  সদ্য বাজারে এসেছে রিয়েলমি-র নতুন স্মার্টফোন Realme 6। আকর্ষনীয় ফিচার যুক্ত এই স্মার্টফোনটির দামও রয়েছে ক্রেতাদের সাধ্যের মধ্যে।এছাড়াও রোজকার ব্যবহারের জন্যও এই ফোনটি একদম উপযুক্ত।

  • গেম খেলার জন্য উপযুক্ত এই স্মার্টফোন।
  • 90Hz ডিসপ্লে
  • 30W ফাস্ট চার্জিং
  • মাঝে মাঝে অতিরিক্ত একটানা ব্যবহারের ফলে গরম হয়ে যায়।

২।POCO M2 Pro

বাজেট ফ্রেন্ডলি আরেকটি অসাধারণ স্মার্টফোন হলো POCO M2 Pro।পোকো কোম্পানির সবকটি স্মার্টফোনের মধ্যে এই ফোনটি পকেট ফ্রেন্ডলি।এছাড়াও এই ফোনে আছে অসাধারণ স্পেসিফিকেশন এবং ব্যাটারি লাইফ-এর দিক থেকেও এই ফোন ক্রেতাদের সন্তুষ্ট করতে সক্ষম।

  • 6.67” ফুল HD প্লাস ডিসপ্লে
  • স্ন্যাপড্রাগন 720G প্রসেসর
  • 48MP + 8MP + 5MP + 2MP রিয়ার ক্যামেরা
  • 16MP সেলফি ক্যামেরা
  • 5000mAh লম্বা ব্যাটারি লাইফ
  • 33W চার্জিং

৩।Samsung Galaxy M30s

স্মার্টফোনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হল স্যামসাং-এর স্মার্টফোন।এই ক্ষেত্রেও স্যামসাং পূরণ করেছে তার ক্রেতার চাহিদা।বাজেটের মধ্যে স্যামসাং নিয়ে এসেছে আকর্ষনীয় ফিচারসহ স্মার্টফোন Samsung Galaxy M30s।

  • অসাধারণ ব্যাটারি লাইফ
  • সুপার অ্যামোলেড ডিসপ্লে
  • অসাধারণ গেমিং পার্ফোম্যান্স
  • অসাধারন UI এবং অ্যানিমেশনের অভিজ্ঞতা
  • চার্জিং স্পিড যদিও ধীরে
  • ক্যামেরার মান অত্যন্ত উন্নত

৪।Realme 6i

রিয়েলমি-এর অন্য আরেকটি বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ফোন হলো Realme 6i।অসাধারণ ফিচারসহ এই স্মার্টফোনটিও ক্রেতার সমস্ত রকম চাহিদা পূরণ করতে সক্ষম।

  • 6.4” ফুল HD প্লাস ডিসপ্লে
  • MediaTek G90T শক্তিশালী প্রসেসর
  • 48MP + 8MP + 2MP + 2MP রিয়ার ক্যামেরা
  • 16MP সেলফি ক্যামেরা
  • 4300mAh লম্বা ব্যাটারী লাইফ
  • 30W চার্জিং-এর সুবিধা

৫।Redmi Note 9

রেডমিও এই বিষয়ে তার ক্রেতাদের বিশেষ হতাশ করে নি।মাত্র 15,000 টাকার বাজেটের মধ্যেই রেডমি নিয়ে এসেছে একটি আকর্ষনীয় স্মার্টফোন Redmi Note 9।আকর্ষনীয় ফিচারসহ রেডমি-এর এই স্মার্টফোন ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে।

  • 6.53” ফুলHD + LCD
  • Mediatek Helio G85 প্রসেসর
  • 48MP + 8MP + 2MP + 2MP  রিয়ার ক্যামেরা
  • 13MP সেলফি ক্যামেরা
  • 5020mAh –এর লম্বা ব্যাটারী লাইফ
  • 22.5W  ফাস্ট চার্জিং-এর সুবিধা

৬।Nokia 5.3

মুঠোফোনের জগতে নোকিয়া সবচেয়ে পুরনো কোম্পানি।মাঝোখানে প্রতিযোগিতায় অন্য কোম্পানির থেকে পিছিয়ে পড়লেও সম্প্রতি বাজেটের মধ্যে নোকিয়া নিয়ে এসেছে কিছু অসাধারণ আকর্ষনীয় স্মার্টফোন।তার মধ্যে একটি হলো Nokia 5.3।

  • 6.55” ফুল HD প্লাস ডিসপ্লে
  • Snapdragon 665 প্রসেসর
  • 13MP + 5MP +2MP + 2MP  রিয়ার ক্যামেরা
  • 8MP সেলফি ক্যামেরা
  • 4000mAh-এর লম্বা ব্যাটারী
  • সময়মতো সফটওয়্যার আপডেটের সুবিধা

৭।Vivo Z1 Pro

ক্যামেরার জন্য স্মার্টফোনের জগতে ভিভো কোম্পানির বেশ নামডাক আছে।ক্রেতাদের চাহিদা পূরণের জন্য তারাও পনেরো হাজার টাকার মধ্যে নিয়ে এসেছে আকর্ষনীয় ফিচারসহ একটি স্মার্টফোন Vivo Z1 Pro।

  • 6.53” ফুল HD প্লাস ডিসপ্লে
  • Snapdragon 712 প্রসেসর
  • 16MP + 8MP +2MP রিয়ার ক্যামেরা
  • 32MP সেলফি ক্যামেরা
  • 5000mAh-এর লম্বা ব্যাটারী
  • 18W –এর চার্জিং সুবিধা।

৮।MOTOROLA MOTO G9

বাজেটফ্রেন্ডলি অসাধারণ ফিচারসহ মোটোরোলার এই স্মার্টফোন স্পেসিফিকেশন থেকে ডিজাইন সবদিক থেকেই ক্রেতার মন জয় করতে সক্ষম।শক্তিশালী ব্যাটারী, অসাধারণ ক্যামেরা, আকর্ষনীয় প্রসেসরের সাথে এই স্মার্টফোন ব্যবহারকারীকে স্মার্টফোন ব্যবহারের এক অনন্য অভিজ্ঞতা দিতে সক্ষম।

  • ডুয়াল সিম, 3G, 4G, VoLTE, Wi-Fi, NFC
  • স্ন্যাপড্রাগন 662, অক্টা কোর, 2 GHz প্রসেসর
  • 4 GB র‍্যাম
  • 5000 mAh –এর ব্যাটারী ফাস্ট চার্জিং-এর সাথে
  • 6.5”-এর ডিসপ্লে ওয়াটার ড্রপ নচের সাথে
  • 48 MP + 2 MP + 2 MP- এর রিয়ার ক্যামেরা
  • 8 MP-এর সেলফি ক্যামেরা

পনেরো হাজারের মধ্যে এই আটটি আকর্ষনীয় ফিচার সহ স্মার্টফোন ক্রেতার সমস্ত প্রয়োজন পূরণ করে ক্রেতাকে সম্পূর্ণ রূপে সন্তুষ্ট করতে পারবে।

আপনার কি মনে হয়?আপনার মতামত অবশ্যই আমাদের জানান কমেন্ট সেকশনের মাধ্যমে এবং লাইক ও শেয়ার করে পোস্টটিকে ছড়িয়ে দিন সকলের মাঝে।টেকনোলজি সম্বন্ধিত আরও খবর জানতে চোখ রাখুন টুকিটেকের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে। 

Leave a Reply