SHAREit এর বিকল্প হিসেবে কোন কোন অ্য্যপ ব্যবহার করা যেতে পারে দেখে নিন!

0
689

বড় বড় ফাইল শেয়ারিং থেকে শুরু করে গান, মুভি, অ্য্যাপ এক ফোন থেকে আরেক ফোনে ট্রান্সফার করার জন্য আমরা এঈ শেয়ারইটকেই বেছে নিতাম।তাই এই অ্যাপ ব্যান হওয়ার পরই সবার কপালেই পড়েছে চিন্তার ভাঁজ।

আমরা তাই নিয়ে এলাম ফাইল, অ্য্যাপ এবং যাবতীয় মিডিয়া এক ফোন থেকে আরেক ফোনে ট্রান্সফার করার জন্য শেয়ারইটের বিকল্প কয়েকটি অ্য্যাপের সন্ধান।

Z Share – দেশী ফাইল শেয়ারিং অ্যাপ

এই অ্যাপটি তৈরী করে একজন একুশ বছরের ভারতীয় বিসিএ স্টুডেন্ট শ্রাভন হেজ।শেয়ারইট-এর এই বিকল্প অ্যাপটি কোনোরকম অসুবিধা ছাড়াই এবং অনেক দ্রুততার সাথে একটি ডিভাইস থেকে অপর ডিভাইসে ফাইল ট্রান্সফার করতে সাহায্য করে।

এই অ্যাপটিতে WLAN নেটওয়ার্কের মাধ্যমে দুটি ডিভাইস সংযোগ করে যেকনো অ্যাপ, অডিও ফাইল, ভিডিও, ডকুমেন্ট ইত্যাদি অনায়াসেই শেয়ার করা যায়।

ডাউনলোড লিঙ্ক- https://play.google.com/store/apps/details?id=com.zshare.india

সেন্ড এনিহোয়্যার(ফাইল ট্রান্সফার)

অসাধারন এই অ্যাপটির নামের সাথেই এর কাজের মিল রয়েছে।এই অ্যাপটির মাধ্যমে কোনোরকম  ইন্টারনেট কিংবা ওয়াইফাই কানেকশন ছাড়াই একটি একবার ব্যবহৃত ছয় সংখ্যার পিন ব্যবহারের মাধ্যমেই যেকোনো ধরনের ফাইল অনায়াসেই শেয়ার করা যায়।

সবচেয়ে নিশ্চিন্তের কথা এই যে এই অ্যাপের মাধ্যমে কোনো ভাবেই আপনার ব্যক্তিগত তথ্য বাইরে আসবে না কারণ এই অ্যাপটি ২৫৬ বিট-ফাইল ইনক্রিপশন প্রোটোকলের দ্বারা সুরক্ষিত।

এছাড়াও এই অ্যাপটিতে একটি মাত্র লিঙ্ক শেয়ারের মাধ্যমে অনেকজনকে একসাথে একই ফাইল পাঠানো যায়।

ডাউনলোড লিঙ্ক- https://play.google.com/store/apps/details?id=com.estmob.android.sendanywhere

Zapaya-ফাইল ট্রান্সফার,শেয়ারিং মিউজিক প্লেলিস্ট

শেয়ারইট-এর আরেকটি যোগ্য বিকল্প হল জাপায়া নামক এই অ্যাপটি।এই অ্যাপে আপনি পেয়ে যাবেন ইউনিভারসাল সার্চ প্যানেল যার মাধ্যমে আপনি নানারকমের ডকুমেন্ট, অ্যাপ,অডিও, ভিডিও ফাইল সার্চ করে দেখতে পারেন।

এই অ্যাপের আরেকটি বিশেষত্ব হল এটি শেয়ারইট-এর মত ট্রেন্ডিং ভিডিও সাজেশনও দেয় ব্যবহারকারীদের।এছাড়াও এই অ্যাপটিতে শেয়ারইট-এর সমান সবকটি ফিচারই বর্তমান।

ডাউনলোড লিঙ্ক- https://play.google.com/store/apps/details?id=com.dewmobile.kuaiya.play

Leave a Reply