স্যামসাং-এর নতুন মোবাইল গ্যালাক্সি M51 কেমন হবে আপনার জন্য?জেনে নিন বিস্তারিত!

0
896

স্যামসাং গ্যালাক্সি M সিরিজের নতুন সংযোজন হিসাবে বাজারে এসেছে গ্যালাক্সি M51।তবে গ্যালাক্সির এই ‘M’ সিরিজের ফোনগুলো সাইজের দিক দিয়ে যেমন বড়ো হয়েছে সেইরকমই এই সিরিজের মূল্যও বেড়েছে ইতিমধ্যে।স্যামসাং সিরিজের নতুন সংযোজন এই ফোনটি মূল্যের দিক থেকে একটু বেশী হলেও পার্ফম্যান্সের দিক থেকে এটি ক্রেতার মোটামুটি সমস্ত চাহিদাই পূর্ণ করে। এই ফোনের সবচেয়ে আকর্ষনীয় এবং চর্চিত বিষয় হলো এর ব্যাটারী।এই ফোনে আছে 7000 mAh-এর বিশাল ব্যাটারী যা দেবে একদিনের চেয়েও বেশী কভারেজ।

আজকের পোস্টে তাই দেখে নেওয়া যাক কী কী আকর্ষনীয় ফিচার আছে এই স্যামসাং গ্যালাক্সি M51-এ।

অনেক ব্যবহারকারী মনে করতে পারেন এই ফোনের বিশাল ব্যাটারী এই ফোনকে ভারী এবং বহনের অযোগ্য করে তুলতে পারে, কিন্তু এই ধারণা সম্পূর্ণভাবে ভুল।এই ফোন দেখতেও যেমন স্মার্ট সেইরকমই এই বহনের ক্ষেত্রেও একদম হাল্কা।

স্ক্রিন

  • এই ফোনে আছে ইনফিনিটি ‘o’ ডিসপ্লে। এর অর্থ এই ফোনে 32MP-এর সেলফি ক্যামেরার জায়গায় আছে একটি পাঞ্চ হোল।
  • ফোনের ডিসপ্লের পরিমাপ হলো 6.7 ইঞ্চি।অর্থাৎ একহাত দিয়ে ফোনের স্ক্রিন অপারেট করা যাবে না সহজে এতটাই বড়ো স্ক্রিন।
  • এছাড়াও ডিসপ্লেতে আছে কর্নিং গ্লাস 3-এর প্রোটেকশন।

পোর্টস, ভলিউম বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট সেনসর

  • স্যামসাং গ্যালাক্সির M সিরিজের এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেনসর আছে সাইডে পাওয়ার বাটনের গায়েই।অর্থাৎ পাওয়ার বাটনে টাচ করেই ফিঙ্গারপ্রিন্ট সেনসরের মাধ্যমে সহজেই ফোন আনলক করা সম্ভব হবে।
  • ভলিউম বাটনও আছে একই ধারে, তবে পাওয়ার বাটনের ওপরে তাই একহাতে বার বার ভলিউম বাটন অপারেট করা একটু অসুবিধার হতে পারে।
  • এছাড়াও আছে 3.5 MM-এর হেডফোন জ্যাক
  • ফোনের নীচের দিকে আছে USB টাইপ-C পোর্ট এবং স্পিকার।

ফোনের ব্যাকলুক এবং ক্যামেরা

  • স্যামসাং গ্যালাক্সি M51-এর আছে একটি গ্লসি, ঝকঝকে লুক।এই ফোনের সাথে যেহেতু কোনো প্রোটেকটিভ ব্যাক কভার পাওয়া যায় না তাই ফোনের ব্যাকলুক বজায় রাখতে ফোনটিকে সবসময় ভালোভাবে পরিষ্কার রাখা জরুরি।
  • ফোনের 64+12+5+5MP-এর কোয়াড ক্যামেরা মডিউল ফোনের পেছনে কোনার দিকে রয়েছে।
  • এছাড়াও এর সাথে পাওয়া যাবে 25 ওয়াটের ফাস্ট চার্জার যা এই ফোনের 7000 mAh ব্যাটারীর সাথে দেবে যোগ্য সঙ্গত।

স্যামসাং গ্যালাক্সি M51-এর পার্ফম্যান্স

স্যামসাং-এর M সিরিজের এই ফোন তার কার্যকারীতার দিক থেকে ক্রেতাদের সম্পূর্ণরূপে সন্তুষ্ট করেছে।এই ফোন সম্বন্ধে কোনো ক্রেতারই অভিযোগ পাওয়া যায় এখনো পর্যন্ত।বহুক্ষন ব্যবহারের পরেও এই ফোনের ওভারহিটিং হয়ে যাওয়ার কোনো সমস্যা থাকে না। এছাড়াও বহুদিন ব্যবহারের ফলে এই ফোনের দ্রুততায় কোনো রকমের প্রভাব পড়ে না।এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও যথেষ্ট শক্তিশালী এবং দ্রূততর।এছাড়াও আছে এই ফোনে ফেস রিকগনেশন ফিচার, যা সঠিক ভাবে দক্ষতার সাথে কাজ করে।এই ফোনের ডিসপ্লে যেহেতু বড়ো তাই ফোনে ভিডিও এবং ফিল্ম দেখার উচ্চমানের অনুভূতি লাভ করা যায়।তবে যেহেতু সেলফি ক্যামেরা পাঞ্চ হোলটি ফোনের ওপরের দিকে মাঝখানে তাই কারোর কারোর ক্ষেত্রে সেটি অসুবিধা কারণ হতে পারে।

স্যামসাং গ্যালাক্সি M51-এর মূল্য

স্যামসাং গ্যালাক্সি M51 ফোনটি ভারতে লঞ্চ হয়েছে 2020 সালে 10ই সেপ্টেম্বরে।বর্তমানে স্যামসাং এর M সিরিজের এই ফোনের 8GB র‍্যাম এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য হলো 26,999 টাকা এবং 6GB র‍্যাম এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হলো 28,999 টাকা।

স্যামসাং এর এই নতুন সংযোজন স্যামসাং গ্যালাক্সি M51 ফোনটি লুক এবং পার্ফরমেন্স দুই দিক থেকেই ক্রেতার মন জয় করে নিয়েছে।সেই দৃষ্টিভঙ্গী থেকে দেখলে স্যামসাং গ্যালাক্সি M51-এর মূল্য শুনতে একটু বেশী লাগলেও এই ফোনের কোয়ালিটির দিকটা বিবেচনা করে দেখলে একদম যোগ্য মূল্য।

আপনার কি মনে হয়?আপনার মতামত অবশ্যই আমাদের জানান কমেন্ট সেকশনের মাধ্যমে এবং লাইক ও শেয়ার করে পোস্টটিকে ছড়িয়ে দিন সকলের মাঝে।টেকনোলজি সম্বন্ধিত আরও খবর জানতে চোখ রাখুন টুকিটেকের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে। 

Leave a Reply