গৃহস্থালির কাজ সহজ করার জন্য পাঁচটি হোম গ্যাজেটের সন্ধান!

0
1351

সবকাজের মধ্যে সবচেয়ে কষ্টসাধ্য ও সময়সাধ্য কাজ হল গৃহস্থালির কাজ।এতে যেমন লাগে শারীরিক পরিশ্রম সেরকমই প্রয়োজন পড়ে মস্তিষ্কের।অতীতে গৃহবধূরা সারাদিন ধরে এই কাজেই নিজেদের দিন কাটিয়ে দিতেন।তবে এখন দিন পাল্টেছে নারীরা এখন ঘর সাজানো-গোছানোর সাথে সাথে বাইরের জগতও সামলাচ্ছেন সমানভাবে।যদিও গৃহস্থালী সামলানোর কাজ এখন অনেক পুরুষই ভাগ করে নিয়েছেন নারীদের সাথে, তবুও এখনো দিনের বেশিরভাগ সময়ই যায় গৃহস্থালির কাজে।তবে বর্তমানে টেকনোলজির কল্যানে অন্যান্য কাজের মতো গৃহস্থালির কাজও হয়ে গেছে অনেক সহজ।তাই ঝঞ্ঝাটমুক্ত গৃহস্থালির জন্য আমরা নিয়ে এলাম পাঁচটি হোমগ্যাজেটের সন্ধান।

১।জিরো ওয়েস্ট ক্লিনিং বোল

চাল, ডাল, ছোট কোড়ে কাটা সবজী কিংবা সেদ্ধ করা পাস্তা বা নুডলস সাধারণ বাটিতে করে জল ঝড়াতে গেলে জলের সাথে খাদ্যদ্রব্যও কিছুটা সিঙ্কে পড়ে যায়।এতে খাদ্য দ্রব্য নষ্টও হয় এবং তা পরিষ্কার করার খাটনিও বাড়ে।তবে টেকনোলজির কল্যানে এখন তা হয়ে গেছে সহজ।

উগারের ওয়াশার ও স্ট্রেনার এখন এই কাজ আরও সহজ করে দিয়েছে।উগারের বোলে জল জমিয়ে যেমন চাল,ডাল,ফল ও সবজি পরিষ্কার করতে পারবেন সেরকমই অনায়াসেই ধোয়া জল,সেদ্ধ পাস্তা ও নুডলসও একটুও নষ্ট না করে ছেঁকে ফেলতে পারবেন।এছাড়াও এই হোমগ্যাজেটটি রান্নাঘরের স্টোরেজের জন্যও একদম সঠিক আকার।

এই ওয়াশার ও স্ট্রেনারটি নানারকম আকারে ও রঙেও সহজলভ্য।
প্রোডাক্টটি কিনতে নীচের লিঙ্কে ক্লিক করুন।

https://amzn.to/3hj9QcW

২।মাল্টিফাঙ্কশনাল সিলিকন কুকওয়্যার   

রান্না করার সময় অনেকসময় রান্নার পাত্র থেকে খাদ্যদ্রব্য উপচে পড়ে গ্যাসটপ নোংরা হয়ে যায়।ফলে রান্না করার পর অর্ধেক সময় কাটে রান্নাঘরে গ্যাসটপ পরিষ্কার করতে।এই ঝঞ্ঝাট থেকে মুক্তি দিতেই এসেছে মাল্টিফাঙ্কশনাল সিলিকন কুকওয়্যার। সিলিকনের এই অভিনব ঢাকনা যেকোনো আকারের রান্নার পাত্রের ওপর লাগানো যায়।

ভেলভিটা কোম্পানিও বাজারে নিয়ে এসেছে এরকমই এক অসাধারণ সিলিকনের ঢাকনা।এই ঢাকনা গ্যাসটপ পরিষ্কার রাখা ছাড়াও স্টিমার লিড হিসাবেও ব্যবহার করা যাবে।এছাড়াও এই ঢাকনা মাইক্রোওভেনে ব্যবহার করার জন্যও উপযোগী।

প্রোডাক্টটি কিনতে নীচের লিঙ্কে ক্লিক করুন।

https://amzn.to/2Q9MRFh

৩।প্লাস্টিক স্প্রাউট মেকার

এখন স্প্রাউট তৈরী করা হয়ে গেছে খুবই সহজ প্লাস্টিক স্প্রাউট মেকারের সাথে।আগের দিন রাতে বিনস গুলোকে ভিজিয়ে রাখুন, এরপর সেইগুলো ধুয়ে জল ঝড়িয়ে নিন। এরপর স্প্রাউট মেকারের ওপরের কম্পার্টমেন্টে জল দিন, দ্বিতীয় কম্পার্টমেন্টে ভেজা বিনসগুলো রাখুন আর নীচের কম্পার্টমেন্টটা রাখুন সম্পূর্ণ খালি।ওপরের কম্পার্টমেন্ট থেকে জল ফোঁটা ফোঁটা সেকেন্ড কম্পার্টমেন্টের স্প্রাউটগুলোকে ভিজিয়ে চলে যাবে নীচের কম্পার্টমেন্টে।রোজ মনে করে নীচের কম্পার্টমেন্টের জলকে পরিষ্কার করুন আর এভাবেই স্প্রাউটসগুলোও থাকবে একদম ফ্রেশ।এভাবে পরিপূর্ণ পরিচ্ছন্নতার সাথে উপভোগ করুন ফ্রেশ স্প্রাউট।

প্রোডাক্টটি কিনতে নীচের লিঙ্কে ক্লিক করুন।

https://amzn.to/3aHkPu5

৪।ছয়টি আউটলেটযুক্ত ইলেক্ট্রিক সকেট

 সবরকম প্লাগ এবং ইউএসবি পোর্টসহ সুইভেল ডিসাইনের সাথে এসে গেছে ছয়টি আউটলেটযুক্ত ইলেক্ট্রিক সকেট।একসাথে এখন অনেক ডিভাইসকে একইসময়ে চালানো যাবে এই সকেটের মাধ্যমে।শুধু তাই নয় এটি কেনার সাথে সাথে পাওয়া যায় দুই বছরের ওয়ারেন্টি।

প্রোডাক্টটি কিনতে নীচের লিঙ্কে ক্লিক করুন।

https://amzn.to/31gOLdA

৫। মাল্টিপারপাস ক্রেডিট কার্ডসাইজ পকেট টুল

এটি একটি মাল্টিপারপাস টুল যার সাহায্য ১৮ রকমের কাজ অনায়াসেই করা যাবে।এই একটি মাত্র ক্রেডিট কার্ড সাইজের যন্ত্রে পেয়ে যাচ্ছেন বটল ওপেনার,সেলফোন স্ট্যান্ড, ছয়রকম সাইজের নাটবল্টু খোলার যন্ত্র, স্ক্রু ড্রাইভার, ফলের খোসা কাটার যন্ত্র, ক্যান ওপেনার এরকমই আরও নানা ধরনের যন্ত্র এই একটি কার্ডের মধ্যে।বাজেটের মধ্যে থাকা এই অসাধারণ হোম গ্যাজেটটি বহণ করাও সুবিধা জনক।

প্রোডাক্টটি কিনতে নীচের লিঙ্কে ক্লিক করুন।

https://amzn.to/3ghtW5Z

এই পাঁচটি অসাধারণ হোমগ্যাজেট আপনার গৃহস্থালির কাজকর্ম এখন করে দেবে ভীষণ সহজ।আপনার সুবিধা ও পছন্দ মতো গ্যাজেট বেছে নিন আপনার ঘরের জন্য আরও গৃহস্থালির কাজকেও করে ফেলুন সহজ ও মজাদার।

আপনার কি মনে হয়?আপনার মতামত অবশ্যই আমাদের জানান কমেন্ট সেকশনের মাধ্যমে এবং লাইক ও শেয়ার করে পোস্টটিকে ছড়িয়ে দিন সকলের মাঝে।টেকনোলজি সম্বন্ধিত আরও খবর জানতে চোখ রাখুন টুকিটেকের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে।

Leave a Reply