নতুন ইউটিউবারদের সফলতার স্বপ্ন পূরণের জন্য রইলো পাঁচটি বেস্ট অ্যাকশন ক্যামেরার খোঁজ

0
775

বহু মানুষ এখন ইউটিউব-কে বেছে নিচ্ছে নিজেদের কেরিয়ারের মোড় ঘোরানোর জন্য।বহুমানুষই তাদের অভিনব ভিডিও আইডিয়ার জোরে হয়ে যাচ্ছেন ভাইরাল এবং ঘুরিয়ে ফেলছেন নিজেদের ভাগ্যের চাকা। তবে একটি কনটেন্ট ভাইরাল হওয়ার পেছনে যেমন অভিনব আইডিয়া আর ক্রিয়েটিভিটির অবদান থাকে সেরকমই ক্যামেরা কোয়ালিটির গুরুত্বও থাকে ভীষণভাবে।আজ সেই কথা মাথায় রেখে আমরা নিয়ে হাজির হলাম পাঁচটি দুর্দান্ত অ্যাকশন ক্যামেরা ইউটিউবারদের জন্য।

ইউটিউবের ভিডিওর জন্য একটি একদম সঠিক ক্যামেরা বেছে নেওয়া ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজ। তবে কোনধরনের ভিডিও শ্যুট করা হবে অনেকটা তার ওপর নির্ভর করেও হয় এই ক্যামেরা নির্বাচন। তাই সমস্ত রকমের ইউটিউব ভিডিওর কথাই ভেবে ইউটিউবারদের জন্য নিয়ে আসা হল এই পাঁচটি ক্যামেরার সন্ধান। এখন জেনে নিন এই ক্যামেরাগুলো সম্বন্ধে এবং শুরু করে দিন নিজেদের ইউটিউব চ্যানেল।

GoPro Hero8 Black
পকেট পিঞ্চ – ৩৩,৪৮৯/-


ইউটিউবে উন্নতমানের ভিডিও শ্যুটের জন্য প্রথম যোগ্য অ্যাকশন ক্যামেরা হল GoPro Hero8 Black ।এই ক্যামেরাটিতে উন্নতমানের ভিডিও বানানোর জন্য অসাধারণ অনেক ফিচারস আছে। এই ক্যামেরাটি ব্যবহার করাও ভীষণ সহজ অর্থাৎ এটি ভীষণভাবে ইউজার ফ্রেন্ডলি। স্লোমোশন ভিডিও, হাইপারল্যাপ্স, লাইভ স্ট্রিমিং এছাড়াও আছে আরো অনেক আকর্ষণীয় স্পেসিফিকেশন। অনভিজ্ঞ থেকে শুরু করে একজন সফল ইউটিউবার সকলের জন্যই GoPro Hero8 Black একটি উপযুক্ত ক্যামেরা। GoPro Hero8 Black ক্যামেরা টি আপনি কিনতে পারবেন নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে।

https://amzn.to/3f0iVoR

DJI OSMO Action
পকেট পিঞ্চ – ২৫,৪৯৯/-


আরেকটি অসাধারণ অ্যাকশন ক্যামেরা যেটি ইউটিউবের ভিডিও শ্যুটের কাজে বহুল ভাবে ব্যবহৃত হয় সেটি হল DJI OSMO Action ক্যামেরা।

DJI ড্রোন ক্যামেরা হিসেবে টেকনোলজিতে আগেই নিজের যোগ্যতা প্রমান করে দেখিয়েছে।এই ক্যামেরার ভিডিও ফুটেজের মান ভীষণভাবে উন্নত।

এই অ্যাকশন ক্যামেরাটির সামনে এবং পেছনে দুইদিকেই স্ক্রিন আছে ফলে ভিডিও শ্যুট করা হয়ে যাবে আরও সহজ।

এছাড়াও এতে আছে ‘রক সলিড’ অপশন এর ফলে হাঁটার মাধ্যমে ভিডিও শ্যুট করলেও ভিডিওর কোয়ালিটিতে কোনোরকম প্রভাব পড়বে না।
এই ক্যামেরাতে এছাড়াও আছে দুটি বিল্ট-ইন মাইক্রোফোন এবং এই ফিচারটির জন্যই এই ক্যামেরা ভ্লগিং ভিডিও শ্যুটের জন্য উপযুক্ত। DJI OSMO Action ক্যামেরা টি আপনি কিনতে পারবেন নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে।

https://amzn.to/3hG4ecs

SJCAM SJ8 Pro
পকেট পিঞ্চ – ১৬,৯৯৯/-


উন্নতমানের রেসোলিউশন যুক্ত ভিডিও শ্যুট করার জন্য উপযুক্ত ক্যামেরা হল SJCAM SJ8 Pro। সাত লেয়ারের লেন্স যুক্ত এই অসাধারণ ক্যামেরা 4K60fps রেজোলিউশন যুক্ত ভিডিও শ্যুট করতেও সক্ষম এছাড়াও এতে আছে নিজের প্রয়োজন অনুযায়ী ভিডিও কোয়ালিটি কমানো বাড়ানোর বিকল্প।

এই ক্যামেরায় আছে আট গুন জুম করার ক্ষমতা ফলে এই ক্যামেরার সাহায্যে সহজেই অসাধারণ ফোকাসের সাথে ক্লোস-আপ শট নেওয়া যায়।

এছাড়াও এই ক্যামেরাতে আছে সুপারস্টেডি মোড যাতে ভিডিও শ্যুট করার সময়ে ফুটেজে কোনোরকম প্রভাব না পড়ে। SJCAM SJ8 Pro ক্যামেরা টি আপনি কিনতে পারবেন নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে।

https://amzn.to/2WZMK2W

YI 4K Sports Action Camera
পকেট পিঞ্চ – ৯,৯৯০/-


বাজেটের মধ্যে আরেকটা অসাধারণ অ্যাকশন ক্যামেরা হল YI 4K Sports Action Camera। বাকি ক্যামেরাগুলোর মতো এই ক্যামেরায় অত উন্নতমানের ফিচার না থাকলেও এটি যথেষ্ট ভালো মানের ভিডিও রেকর্ড করতে সক্ষম।

এছাড়াও এই ক্যামেরায় আছে ভয়েস কমান্ডের সুবিধা এছাড়াও এর স্ক্রিন কোয়ালিটিতেও এই ক্যামেরা টেক্কা দিতে পারে আরও উন্নতমানের বিভিন্ন ক্যামেরাকে। যদিও এই ক্যামেরা ওয়াটারপ্রুফ নয় তবে এই ক্যামেরার ব্যাটারির মান অন্য অনেক ক্যামেরা থেকে যথেষ্ট ভালো।ইউটিউবে কেরিয়ার শুরু করার জন্য বাজেটের মধ্যে অ্যাকশন ক্যামেরা হিসেবে এই ক্যামেরা নিঃসন্দেহে বাজিমাত করবে। এই ক্যামেরা টি আপনি কিনতে পারবেন নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে।

https://amzn.to/2OXCPWS

Amigo AC-11 HD Sports Action Camera
পকেট পিঞ্চ – ২,৪১৪/-


ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছা থাকলেও কোনো কোনো সময়ে বাজেটের জন্য তা আটকে যায়। সবারপক্ষে উন্নতমানের দামী ক্যামেরা কেনা সম্ভবপর হয়ে ওঠে না।তাই বলে কি ইউটিউবার হওয়ার স্বপ্ন থেকে যাবে অধরা? একেবারেই না, বাজেটের মধ্যে দারুণ মানের ভিডিও শ্যুট করার জন্য একেবারে উপযোগী ক্যামেরা হল Amigo AC-11 HD Sports Action Camera।
উন্নতমানের ভিডিও রেকর্ড করা ছাড়াও ১২এমপির ক্যামেরার মাধ্যমে তোলা যায় ছবিও। এছাড়াও এই ক্যামেরা সম্পুর্ণ ভাবে ওয়াটারপ্রুফ ও টেকশই। Amigo AC-11 HD ক্যামেরা টি আপনি কিনতে পারবেন নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে।

https://amzn.to/2P1lNqV

তবে আর দেরী কেন? এই পাঁচটি ক্যামেরার মধ্যে থেকে নিজের পছন্দ ও প্রয়োজন মত যেকোনো একটি অ্যাকশন ক্যামেরাকে নিয়ে শুরু করে দিন যাত্রা ইউটিউবের দুনিয়ায়।আর পরিশ্রমের জোড়ে হয়ে যান নতুন দুনিয়ার ইন্টারনেট সেনসেশন।

তবে মাঝে মাঝে এই প্রোডাক্টগুলোর দাম একটু হেরফের হলেও, মূল্য আপনার সাধ্যের মধ্যেই থাকবে। এছাড়াও আপনাদেরই সুবিধার্থে ক্যামেরাগুলো কেনার জন্য লিঙ্কও সাথে দিয়ে দেওয়া হল।

Leave a Reply