২০২০ সালের সর্বসেরা ভিপিএন(VPN)সার্ভিস কোনটি? জেনে নিন ভিপিএন সার্ভিস সম্বন্ধিত সমস্ত তথ্য!

0
531

ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক-কে সংক্ষেপে বলা হয় ভিপিএন।ভিপিএন হল এমন একটি সফটওয়্যার যা ভার্চুয়াল জগতে আপনাকে আপনার পরিচয় গোপন রাখতে সাহায্য করে।এই সফটওয়্যার সার্ভিসটি আপনার সমস্ত ইন্টারনেট ট্রাফিককে এনক্রিপট করতে সাহায্য করে এবং আপনার ডিভাইসটিকে আপনার সঠিক অবস্থান নির্ধারিত করা থেকে আটকায়।
অনলাইন সিকিওরিটির কাজে ভিপিএন-এর ব্যবহার ক্রমেই বেড়ে চলেছে।যদিও অনলাইন সিকিওরিটির কাজ ছাড়াও ভিপিএন-এর অন্যান্য কাজও আছে।

ভিপিএন কীভাবে কাজ করে?

ভিপিএন সফটওয়্যারকে এমনভাবে বানানো হয় যাতে এটি ব্যবহার করলে ইন্টারনেট হয় আরও সুরক্ষিত, ব্যক্তিগত এবং সুবিধাজনক।ভিপিএন ইন্টারনেট ব্যবহারকে সুরক্ষিত করে আপনার আর আপনি যেই ইন্টারনেট সাইটটিতে ঢুকতে চাইছেন তার মধ্যে একটি সুরক্ষিত কানেকশন স্থাপন করে।আপনার ডিভাইস এবং সেই সাইটের মাঝখানের সমস্ত ট্রাফিক এনক্রিপটেড করে এই ভিপিএন সফটওয়্যার।এই ব্যপারটিকে ঘটাতে ভিপিএন সফটওয়্যার আপনার ইন্টারনেট ট্রাফিককে নিজের সার্ভারের মধ্য দিয়ে নিয়ে যায়, অর্থাৎ

আপনার ডিভাইস -> ওয়েবসাইট
ওয়েবসাইট -> আপনার ডিভাইস
এইভাবে যাতায়াত না করে ,
আপনার ডিভাইস -> সিকিওর ভিপিএন সার্ভার -> ওয়েবসাইট
ওয়েবসাইট -> সিকিওর ভিপিএন সার্ভার -> আপনার ডিভাইস
এইভাবে ভিপিএন সার্ভারের মধ্যে দিয়ে সুরক্ষিত পদ্ধতিতে যাতায়াত করে।
এই পদ্ধতিতে এই সফটওয়্যার সার্ভিস আপনার ইন্টারনেট সিকিওরিটি বাড়ানোর সাথে সাথে আপনার অবস্থানও লোকাতে সাহায্য করে।

ভিপিএন সফটওয়্যার সার্ভিস ব্যবহারের প্রয়োজন কেন?

ভিপিএন সফটওয়্যার সার্ভিস ব্যবহারের শুধুমাত্র একটি না একাধিক কারণ আছে।তবে সব কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো ডেটা সিকিওরিটি।আমরা মাঝেমাঝেই পাব্লিক প্লেসে যেমন বাস টার্মিনাল, ট্রেন ষ্টেশন, ক্যাফে কিংবা এয়ারপোর্টে ওয়াইফাই ব্যবহার করে থাকি।এইসব ওয়াইফাই এবং হটস্পট খুব একটা নিরাপদ হয় না। তবে আপনি যদি ভিপিএন সফটওয়্যার সার্ভিস ব্যবহার করেন আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য নিরাপদ রেখেই আপনি পাব্লিক প্লেসে নিশ্চিন্তে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন।

ভিপিএন সফটওয়্যার আপনাকে নকল হটস্পটের সাথে কানেক্টেড হওয়া থেকে বাঁচাবে।মানুষের ব্যক্তগত তথ্য চুরি করার উদ্দেশ্যে এইরকম কিছু নকল হটস্পট বানিয়ে রাখে দুষ্কৃতিরা, যা দেখে বোঝারই উপায় থাকে না সেটি নকল না আসল।আপনার ডিভাইসে যদি ভিপিএন সফটওয়্যার থাকে ,তাহলে আপনি সেই নকল ওয়াইফাইয়ের সাথে আপনার ডিভাইস কানেক্ট করলেও আপনার ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আসবে না।

কোন ভিপিএন সার্ভিসটি সবচেয়ে ভালো?

বর্তমানে যেই ভিপিএন সার্ভিসটি সবচেয়ে ভালো সার্ভিস দিচ্ছে এবং সর্বজনগ্রাহ্য সেটি হল ExpressVPN।দ্রুততা, গোপনীয়তা রক্ষা এবং বিভিন্ন ওয়েবসাইট আনব্লকিং-এর ক্ষেত্রে এই ভিপিএন সার্ভিসটি সর্বশ্রেষ্ঠ।

এরপরেই আরেকটি ভালো ভিপিএন সার্ভিস হল Surfshark।এই ভিপিএন সার্ভিসটি জনপ্রিয় এর সহজ ইনস্টল প্রক্রিয়া এবং ব্যবহার প্রক্রিয়ার জন্য।

আরেকটি অন্যতম ভিপিএন সার্ভিস হল NordVPN।এই ভিপিএন সার্ভিস নিরাপত্তাএবং স্ট্রিমিং-এর জন্য ব্যবহৃত একটি শক্তিশালী ভিপিএন সার্ভিস।

কী করে বাছবেন নিজের জন্য সঠিক ভিপিএন সার্ভিস?

ইন্টারনেটে ভালো ভালো একাধিক ভিপিএন সফটওয়্যার বর্তমান।তারমধ্যে আপনার জন্য কোনটি সঠিক হবে তা বোঝার কিছু উপায় আছে-

প্রথমেই দেখতে হবে যেই ভিপিএন সার্ভিসটি আপনি কিনতে যাচ্ছেন সেটি সব দেশেই ব্যবহারযোগ্য কিনা।

দেখে নিতে হবে একসাথে ওই ভিপিএন সার্ভিসটি একাধিক ডিবাইসকে সাপোর্ট দিতে পারছে কিনা।

ভিপিএন সার্ভিস কেনার আগে তাদের প্রাইভেসি পলিসি অবশ্যই মন দিয়ে পড়ে নেবেন।

এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই ভিপিএন সার্ভিসের দাম সঠিকভাবে জেনে তবেই কিনবেন।অনেকে হয়তো অনেক সস্তা দামে ভালো ভিপিএন অফার করতে পারে।তবে বেশীরভাগ ক্ষেত্রেই সেইগুলো প্রতারক হয়।তাই অবশ্যই ভালোভাবে দেখেশুনে, বিশ্বাসযোগ্য জায়গা থেকেই কিনবেন আপনার ডিভাইসের জন্য সঠিক ভিপিএন সার্ভিস।

ডিভাইসে ভিপিএন সফটওয়্যার ইনস্টল কীভাবে করা যায়?

কোনো ডিভাইসে ভিপিএন সফটওয়্যার ডাউনলোড করা এবং ইনস্টল করা খুবই সহজ কাজ।যেকোনো ভিপিএন সার্ভিস কম্পিউটারে ইন্টারনেটে সার্চ করলেই মিলে যাবে এবং সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করা যাবে।মোবাইলের জন্য ভিপিএন সফটওয়্যার যেকোনো অ্যাপস্টোরেই পাওয়া যাবে।

তবে এই ভিপিএন সফটওয়্যার ব্যবহার করতে হলে মাসিক অর্থ খরচ করতে হবে।তবে ভিপিএন সফটওয়্যার সার্ভিসটি একবার ইনস্টল হয়ে গেলে আপনি ওই একই ভিপিএন আপনার একাধিক ডিভাইসে ব্যবহার করতে পারবেন।

Leave a Reply