ম্যানুয়াল নাকি অটোমেটিক কোন গাড়িকে বাছবেন বাহন হিসেবে?

0
2495

কথাতেই আছে “টাকা কড়ি বাড়ি গাড়ি” এইগুলো একই সাথে আসে। জীবনের উন্নতির পথের একেকটি মেটেরিয়ালিস্টিক ধাপ এইগুলি। আর অসম্ভব পরিশ্রমের করার ফল হিসাবে যখন এই জিনিসগুলো হাতে পাওয়ার সুযোগ আসে তখন প্রত্যেক মানুষই চায় যেটা সবথেকে ভালো সেটাই সে বাছবে নিজের জন্য। গাড়িও  তাই মানুষের হৃদয়ের ভীষণ আবেগের জায়গা। তবে বর্তমানে টেকনোলজির কল্যানে গাড়িও হয়ে গেছে আরও উন্নত ও স্মার্ট। তাই গাড়ি কিনতে গেলে মাথায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে কোন ধরনের গাড়ি সবচেয়ে ভালো হবে কেনার জন্য!উন্নত আধুনিক অটোমেটিক নাকি সাবেকি ম্যানুয়াল। তাই সেই দ্বন্ধের অবসান ঘটাতেই আজ আলোচনা করবো অটোমেটিক ও ম্যানুয়াল গাড়ির ভালো ও খারাপ দিক নিয়ে।

যদিও গাড়ি চালানোর স্বপ্ন যখন মানুষ দেখে তখন ফিল্মের অভিনেতার মতো গিয়ার পাল্টে পাল্টে সুকৌশলে গাড়ি চালানোর স্বপ্নই দেখে মানুষ।এছাড়াও অনেকেই সম্পূর্ণভাবে নিজের দক্ষতায় গাড়ি চালাতেই বেশী পছন্দ করেন।কিন্তু অটোমেটিক গাড়িতে যেহেতু ফিচারস অনেক এবং গাড়ি চালানোর ক্ষেত্রে নিজের দায়িত্ব যেহেতু কম থাকে তাই অনেকেই পছন্দ করেন অটোমেটিক টেকনোলজির গাড়ি।

বিভেদ কি ম্যানুয়াল এবং অটোমেটিক গাড়ির মধ্যে?

ম্যানুয়াল গাড়ি ও অটোমেটিক গাড়ির মধ্যে সবচেয়ে বড় বিভেদ হল ম্যানুয়াল গাড়িতে ক্লাচ প্যাডেল থাকে এবং ড্রাইভারের হাতেই থাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সেই জায়গায় অটোমেটিক গাড়িতে সেই নিয়ন্ত্রন থাকে গাড়ির ওপরই।

এছাড়াও অটোমেটিক গাড়িতে গিয়ার বদলানোও অনেক সহজ হয় যেখানে ম্যানুয়াল গাড়িতে ছয়টি গিয়ার এবং রিভার্সের মাধ্যমে চালকের হাতেই থাকে সম্পূর্ণ কন্ট্রোল।

অটোমেটিক গাড়িতে মাত্র চারটি মোড থাকে। পার্ক, রিভার্স, নিউট্রাল এবং ড্রাইভ।অটোমেটিক গাড়ি রাস্তার মান এবং গতি নিজেই বুঝে নিয়ে সঠিক গিয়ারটি নির্বাচন করে নেয়।

তবে এই দুইরকমের গাড়িরই নিজস্ব কিছু সুবিধা আছে। এইজন্যই এই দুই রকমের গাড়িই ক্রেতাদের মধ্যে জনপ্রিয়। 

ম্যানুয়াল গাড়ির সুবিধাগুলি কী?

ম্যানুয়াল গাড়ির সর্বত্তম সুবিধা হল হল এই গাড়িতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে ড্রাইভারের হাতে।

ম্যানুয়াল গাড়ির আর্থিক মূল্য অটোমেটিক গাড়ির থেকে কম হয়।

জ্বালানি খরচের দিক থেকেও ম্যানুয়াল গাড়িই বেশী ভরসাযোগ্য।

কোনো মানুষের নিজের ওপরই ভরসা বেশি তাই নিজের হাতেই গিয়ার নিয়ন্ত্রণ করতে চান গাড়ির, তাদের জন্য ম্যানুয়াল গাড়িই সবথেকে উপযোগী।

অটোমেটিক গাড়ির সুবিধাগুলো কী?

অটোমেটিক গাড়ি চালানো সবচেয়ে সুবিধাজনক।এই গাড়ি চালানোর সময় চালককে ক্লাচ, ব্রেক এবং গিয়ার নিয়েও বেশী মাথা ঘামাতে হয় না।

এই গাড়ি চালানোর ক্ষেত্রে চালকের ধকলও অনেক কম হয়।

যেহেতু গাড়ি নিয়ন্ত্রন করার চিন্তাটা দূর হয়ে যায় তখন গাড়ি চালানোর অভিজ্ঞতাটা পুরোপুরি ভাবে উপভোগ করা যায়।

অতএব কোনটি বেশী গ্রহণযোগ্য?

 এই দ্বন্ধ সত্যিই এত সহজে মেটার নয়।অটোমেটিক এবং ম্যানুয়াল দুইরকম গাড়িরই নিজিস্ব কিছু সুবিধা এবং অসুবিধা আছে।তবে ক্রেতার পছন্দের ওপরই নির্ভর করে কোনটা কার জন্য বেশী ভালো হবে।তবে শহরের ভিড়ের মধ্যে গাড়ি চালাতে হলে অটোমেটিক গাড়ি ব্যবহার করলে দূর্ঘটনার আশঙ্কা অনেক কম থাকে এবং বার বার ক্লাচ ও গিয়ার বদলানোর চিন্তা যেহেতু মাথা থেকে সরে যায় তাই গাড়ি চালানোর স্ট্রেসও অনেকটা কম থাকে।

তবে অনেক দূরের যাত্রার ক্ষেত্রে অথবা চালক যদি গাড়ি চালানোর কাজে সুদক্ষ হন তবে অবশ্যই ম্যানুয়াল গাড়িই তার জন্য যোগ্য।

অটোমেটিক গাড়ি হোক কিংবা ম্যানুয়াল দুই রকমের গাড়ি সমান খুশিই নিয়ে আসে ক্রেতার মনে।যদিও জ্বালানির দিক দিয়ে এখন অটোমেটিক গাড়ি পিছিয়ে আছে তবে টেকনোলজি যেই গতিতে উন্নত হচ্ছে সেই খামতি মিটতেও বেশী দিন আর বাকি নেই।তাই তাড়াতাড়ি নিজের গাড়ি চালানোর দক্ষতা ও পছন্দের ওপর ভিত্তি করে বেছে নিন আপনার স্বপ্নের গাড়ি।  

এই সংক্রান্ত আরও তথ্য জানতে হলে নিঃসংকোচে আমাদের জানান কমেন্টের মাধ্যমে। আমরা চেষ্টা করবো সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরবার।

আপনাদের কাছে একটি অনুরোধ রইলো যদি আমাদের পোস্ট গুলো আপনাদের  ভালো লেগে থাকে তবে আমাদের পোস্টটিকে লাইক ও শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন ।

এছাড়াও অন্য বিষয়ে আরো নতুন নতুন তথ্য পেতে আমাদের ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন ।

Leave a Reply