টেকনোলজির জগতে অ্যাপলের নতুন সংযোজন- অ্যাপল গ্লাস

1
431

অ্যাপল কোম্পানির মুকুটে হতে চলেছে এক নতুন পালকের সংযোজন।টেকনোলজির জগতে অ্যাপল নিয়ে আসতে চলেছে তাদের কোম্পানির সর্বপ্রথম এআর স্মার্ট গ্লাস।অ্যাপল খুব শীঘ্রই শুরু করতে চলেছে তাদের বহু প্রতীক্ষিত অ্যাপলের আকর্ষণীয় এআর লেন্স প্রোজেক্ট।গত কয়েক বছরে টেকনোলজির জগতে এআর এবং ভিআর ইন্ডাস্ট্রি যথেষ্ট উন্নত হয়েছে।বিশেষত এই কারণেই মনে করা হচ্ছে অ্যাপলের এই নতুন স্মার্ট এআর গ্লাস টেকনোলজি জগতে এক নতুন দিশা খুলে দিতে পারে।

অ্যাপল ভিআর এবং এআর টেকনোলোজি নিয়ে গত দশ বছর ধরে কাজ করে চলেছে।এই উন্নতমানের স্মার্ট অ্যাপল গ্লাসটি বানানোর উদ্দেশ্যে অ্যাপল শতাধিক কর্মচারী নিয়ে তাদের নিজস্ব একটি গোপন রিসার্চ টিমও গড়ে তুলেছে।এমনকি এও শোনা গেছে অ্যাপলের এই নতুন এআর স্মার্ট গ্লাসের এই বিরাট প্রোজেক্টের সাথে ‘Nasa’ এবং ‘Microsoft’-এর মতো বড় বড় কোম্পানিও জড়িত আছে।

কিছু সূত্র থেকে জানা গেছে অ্যাপল তাদের এই নতুন এআর স্মার্ট গ্লাসকে টেকনোলজির বাজারে ‘অ্যাপল গ্লাস’ নামে লঞ্চ করতে চলেছে।অনেকেই মনে করছেন অ্যাপলের এই নতুন স্মার্ট গ্লাসের নামকরণ গুগল স্মার্ট গ্লাসের অনুকরণে রাখা হয়েছে। এখন জেনে নেওয়া যাক এই ‘অ্যাপল গ্লাস’-এর বিস্তারিত স্পেসিফিকেশন সম্বন্ধে।

ডিজাইন 

অ্যাপল-এর এই স্মার্ট গ্লাস একেবারেই সাধারণ চশমার মতো দেখতে হবে এবং এই গ্লাসের দুটি লেন্সেই ডিসপ্লের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হবে শুধুমাত্র শরীরের ভঙ্গিমার মাধ্যমে।এই গ্লাসের প্রোটোটাইপ সম্বন্ধিত তথ্য থেকে জানা গেছে যে এই গ্লাসটি প্লাস্টিক মেটেরিয়াল দ্বারাই বানানো হচ্ছে।কিন্তু এও মনে করা হচ্ছে, হয়তো রিলিজের সময় অ্যাপল এই স্মার্ট গ্লাসটিকে মেটালেও পরিবর্তিত করে দিতে পারে।এই স্মার্ট গ্লাসের সাথে প্লাস্টিকের স্ট্যান্ডসহ ওয়্যারলেস চার্জারও পাওয়া যাবে।

মনে করা হচ্ছে, অ্যাপল স্মার্ট গ্লাসের প্রথম এডিশনে অনেকটা অ্যাপল ওয়াচ সিরিজ জিরো-র মতো একই স্পেসিফিকেশন বর্তমান থাকবে।অ্যাপল গ্লাসকে হয়তো প্রথম দিকে আইফোনের অ্যাকসেসরিস হিসাবে বিক্রি করা হবে, ঠিক যেমনটা করা হয়েছিল অ্যাপল ওয়াচ সিরিজ জিরো-র সময় ।

গুজব শোনা যাচ্ছে, অ্যাপলের এই নতুন স্মার্ট গ্লাস ‘স্টিভ জবস হেরিটেজ’ লিমিটেড এডিশনের ওপর তৈরী হচ্ছে।সেইকারণেই অ্যাপলের এই নতুন স্মার্ট গ্লাসের ডিজাইন হতে পারে গোল এবং ফ্রেমবিহীন, যেমনটা স্টিভ জব ব্যবহার করতেন।

হার্ডওয়্যার

অ্যাপল গ্লাসের হার্ডওয়্যার এবং স্পেসিফিকেশন সম্বন্ধে সেরকম কোনো তথ্যই এখনো জনসমক্ষে আসেনি।তবে কয়েকটি সূত্রে খবর, অ্যাপল গ্লাসে প্রত্যেকটি লেন্সে ব্যাবহার  করা হবে আট হাজার পিক্সেল রিজোলিউশনের ডিসপ্লে।

এমনকি গুজবে এও শোনা গেছে, অ্যাপল গ্লাসের লেন্স-তৈরীর জন্য কোনো রকম প্রেসক্রিপশনের দরকার পড়বে না।উন্নত টেকনোলজির অ্যাপল গ্লাস নিজেই কমজোড় দৃষ্টিশক্তি ডিটেক্ট করলে নিজের স্পেসিফিকেশনস সেইমতো ঠিকঠাক করে নিতে সক্ষম হবে।

অ্যাপল-এর এই নতুন গ্যাজেটে থাকতে পারে আইপ্যাড প্রো 2020-এর মতো একই লিডার স্ক্যানারের ফিচার।

সফটওয়্যার

ব্লুমবার্গ-এর মতে অ্যাপল গ্লাসে ios-এর ওপর ভিত্তি করে তৈরী OS-এর কোনো একটি ভার্সান ব্যবহার করা হবে।নিজেদের অন্য সমস্ত অপারেটিং সিস্টেমের সাথে মিল রাখার জন্য তারা এই সফটওয়্যারটির নাম ‘গ্লাস OS’ রাখতে পারে।

‘অ্যাপল গ্লাস’ আপনার ফোনের সমস্ত তথ্য আপনার চোখের লেন্সের ওপর ঠিক আপনার চোখের সামনে মেলে ধরবে।অ্যাপলের সমস্ত আইফোনে আছে স্প্রিংবোর্ড যা আইফোনের হোম স্ক্রিন হিসাবে কাজ করে।সেরকম একটি  ফিচার থাকবে অ্যাপল গ্লাসেও, তার নাম ‘স্টারবোর্ড’।

ARkit 4

একটি নতুন পথে লিডার স্ক্যানারের মাধ্যমে বিস্তারিত গভীর তথ্য জানতে সাহায্য করে ARkit 4। অ্যাপল গ্লাসের এই ফিচারটি দেবে অসাধারণ এআর টেকনোলজির অভিজ্ঞতা।এছাড়াও এই অত্যাধুনিক অ্যাপ্লিকেশনটি অ্যাপল গ্লাসকে সাহায্য করবে পরিবেশের সাথে সাথে দরকার মতো নিজেকে প্রস্তুত করে নিতে।

রিলিজের তারিখ এবং মূল্য

অ্যাপলের নতুন স্মার্টফোন আইফোন ১২-এর সাথে মুক্তি পেতে পারে অ্যাপলের এই নতুন এআর স্মার্ট গ্লাস।তবে যেহেতু ২০২০-তে অ্যাপলের বেশ অনেকগুলি গ্যাজেটই মুক্তির অপেক্ষায় আছে তাই অনেকে মনে করছেন ২০২০-তে নয় বরং ২০২১-এ অ্যাপল ঘোষনা করবে তাদের এই নতুন টেকনোলজির স্মার্ট গ্লাস-এর ব্যাপারে।এও আশা করা যাচ্ছে হয়তো ২০২২ নাগাদ এই উন্নতমানের টেকনোলজির অ্যাপল গ্লাস চলে আসবে সর্বসমক্ষে জনগনের জন্য।

টেক অ্যানালিস্টদের মতে উন্নত টেকনোলজির এই অ্যাপল গ্লাসের দাম হতে পারে ৩৩,৫৬০/- প্রেসক্রিপশন লেন্স ছাড়া।

টেকনোলজির জগতে এর আগেও গুগল গ্লাস, স্ন্যাপচ্যাট স্পেকটেকল, মাইক্রোসফট হোলো লেন্স এর মতন অসাধারণ স্মার্ট গ্লাস আসলেও তারা বিশেষ কোন সাফল্য আনতে পারে নি।তবে আশা করা যাচ্ছে ‘অ্যাপল গ্লাস’ হয়তো টেকনোলজির জগতে একটি বড়োসড়ো পরিবর্তন আনতে সক্ষম হবে।

অসাধারণ জটিল আবিষ্কার এবং ব্যবহারকারীদের জন্য ইউজার-ফ্রেন্ডলি আকর্ষণীয় গ্যাজেট টেকনোলোজির জগতে নিয়ে আসার জন্য অ্যাপল কোম্পানি বিখ্যাত।এই এআর টেকনোলজির স্মার্ট অ্যাপল গ্লাসও হতে পারে অ্যাপল কোম্পানির পরবর্তী হিট প্রোডাক্ট।

আপনি কি মনে করেন এ ব্যাপারে? অবশ্যই আমাদের জানান কমেন্ট সেকশনের মাধ্যমে এবং লাইক ও শেয়ার করে পোস্টটিকে ছড়িয়ে দিন আপনার সকলের মাঝে।টেকনোলজি সম্বন্ধিত আরও খবর জানতে চোখ রাখুন টুকিটেকের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে।  

1 COMMENT

Leave a Reply