১৩টি গুগলের ফিচার যা আপনার জীবনকে করে তুলবে আরও মজাদার!

0
403

আমরা প্রায় রোজই নিত্যকাজে গুগলের সাহায্য নিয়ে থাকি।তবে তা শুধুমাত্র তথ্য অন্বেশনের প্রয়োজনে।কিন্তু অনেক ব্যবহারকারীই জানেন না তথ্য অন্বেষণ করার কাজ ছাড়াও গুগলের আরও কিছু মজাদার ফিচার আছে যা ব্যবহারকারীর একঘেয়েমি কাটাতে একদম উপযুক্ত।আজকের পোস্টে আলোচনা করা যাক গুগলের সেই সমস্ত মজাদার ফিচার সম্বন্ধে।

১।টিক-ট্যাক-টো

ছোটোবেলায় আমরা প্রায়ই নিজের বন্ধুদের সাথে অবসর সময়ে কাটা-কুটি খেলা খেলে থাকতাম।সেই নস্টালজিয়াকেই আবার বাঁচিয়ে তোলে গুগলের এই ফিচার।এই খেলা খেলে সহজেই ব্যবহারকারী তার একঘেয়েমি কাটাতে পারবে।

।বিদেশি ভাষা অনুবাদ

গুগল ট্রানসলেট অ্যাপের মাধ্যমে সহজেই যেকোনো ভাষা নিজের আঞ্চলিক ভাষায় অনুবাদ করতে পারবেন ব্যবহারকারী।এমনকি যদি টাইপও না করতে পারেন, যেই বাক্য বা বাক্যাংশটির অনুবাদ করতে চাইছেন তার ছবি তুলে নিলেও সহজে অনুবাদের কাজ সম্পন্ন হয়ে যাবে।

।উদ্ভাবনী চিন্তাধারার আকর্ষনীয় প্লাটফর্ম

গুগল আর্ট প্রজেক্টের মাধ্যমে নিজের উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ ঘটান।নিত্যনতুন আইডিয়া আপনার শিল্পকে নিয়ে যাবে এক অভাবনীয় উচ্চতায়।

৪।জ্ঞান অন্বেষণ

এখন যেকোনো প্রশ্নের উত্তর পাওয়া খুবই সহজ এবং তা সম্ভব গুগলের কল্যানে।শুধুমাত্র আঙুলের একটি চাপেই সারা বিশ্বের জ্ঞান আপনার মুঠোয় চলে আসবে গুগলের সাহায্যে।

।অ্যালার্ম

গুগলে পাওয়া যায় অ্যালার্মেরও সুবিধা।গুগল সার্চে গিয়ে টাইপ করতে হবে টাইমার।এরপরই ব্যবহারকারীর স্ক্রিনে টাইমার এসে যাবে সেখান থেকে নিজের ইচ্ছামতো অ্যালার্ম সেট করে নিলেই পূরণ হয়ে যাবে অ্যালার্মের অভাব।

৬।জিমেল

বিভিন্ন ধরনের ইমেল অ্যাকাউন্টের মেল পাওয়া যাবে একটি মাত্র জায়গায়, গুগলের জিমেলে।এমনকি এই ইমেল অ্যাপ যেকোনো ইমেল অ্যাড্রেসে নির্দ্বিধায় ইমেল পাঠানো সম্ভব হবে।

৭।গুগল ম্যাপ

ভার্চুয়ালি বিশ্ব ভ্রমণ করুন গুগল ম্যাপের সাহায্যে।শুধুমাত্র পথ নির্দেশ নয় গুগলের এই ফিচার বিভিন্ন জায়গার অসাধারণ ছবিও ব্যবহারকারীকে দেখতে সাহায্য করে।এছাড়াও ব্যবহারকারী চাইলে সে নিজেও কোনো বিশেষ জায়গার নিজের তোলা ছবি আপলোড করতে পারে।

৮।রঙীন হোক ক্রিয়েটিভিটি

গুগলের গুগল কিপ-এর মাধ্যমে সমস্ত রিমাইন্ডার সেট করা এবং প্রয়োজনীয় নোট নেওয়া সম্ভব হবে বিভিন্ন রকমের আকর্ষনীয় রঙে।

।ফন্ট

গুগল ফন্টের মাধ্যমে এখন সহজেই কাটিয়ে তুলুন স্মার্টফোনের একঘেয়েমি।নিজের প্রজেক্টের জন্য কিংবা ক্রিয়েটিভ রাইটিং-এর জন্য গুগলের এই ফিচার একেবারে উপযুক্ত।

১০।নিমেষে খুঁজে ফেলুন ভুলে যাওয়া গান

অনেক সময় আমাদের মাথায় একটি সুর সারাদিন ধরে ঘুরে বেড়ায় কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও সেই গানটি কিছুতেই মনে পড়ে না।ব্যবহারকারীর এই সমস্যার সমাধানই করবে গুগলের গুগল সাউন্ড ফিচার।সুর শুনেই সঠিক গান বলে দেবে এই ফিচার।

১১।মহাকাশ পর্যবেক্ষন

মহাকাশের রহস্য আপনাকে প্রতিনিয়তই অবাক করে?এখন গুগল স্কাই-এর মাধ্যমে চোখ রাখুন মহাকাশে আর নিজের চোখেই প্রত্যক্ষ করুন মহাজাগতিক কর্মকান্ড।

১২।সে হ্যালো টু অ্যালো

অ্যালো হলো গুগলের চ্যাট অ্যাপ।শুধুমাত্র তাই নয় এই অ্যাপে ব্যবহারকারী নিজের মতো আঁকিবুঁকি করতে পারবে।এছাড়াও এই অ্যাপে আছে কিছু অসাধারণ স্টিকার যার মাধ্যমে নিজের বন্ধুদের সাথে ব্যবহারকারী মজাদার সময় কাটাতে পারবে।

১৩।জানুন লেটেস্ট ট্রেন্ড

গুগলের থিঙ্ক উইথ গুগল ফিচারের মাধ্যমে বিশ্বের সমস্ত নতুনত্ব খবর জানুন একটি আঙুলের ছোয়ায়।

এই তেরোটি গুগলের আকর্ষনীয় ফিচার ব্যবহারকারীকে দেবে গুগল ব্যবহারের এক অনন্য অভিজ্ঞতা।

আপনার কি মনে হয়?আপনার মতামত অবশ্যই আমাদের জানান কমেন্ট সেকশনের মাধ্যমে এবং লাইক ও শেয়ার করে পোস্টটিকে ছড়িয়ে দিন সকলের মাঝে।টেকনোলজি সম্বন্ধিত আরও খবর জানতে চোখ রাখুন টুকিটেকের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে। 

Leave a Reply