ISRO থেকে ১১ দিনে সম্পূর্ণ ফ্রি অনলাইন কোর্স করে ফেলুন, উপায় জানতে বিশদে পড়ুন!

0
879

ISRO শুরু করতে চলেছে ইকোলজিকাল স্টাডি অর্থাৎ পরিবেশবিদ্যার ওপর সম্পূর্ণ ফ্রি একটি অনলাইন কোর্স।
কোর্সটি শুরু হবে ১৩ই জুলাই থেকে এবং কোর্সটির শেষে প্রত্যেক অংশগ্রহণকারী পেয়ে যাবেন একটি করে শংসাপত্র(Certificate)।

কোর্সটিতে যোগদান করার জন্য তাই সময় নষ্ট না করে চটপট নিজের স্লট বুক করে ফেলুন।

গোড়ার কথা

পরিবেশ বিদ্যার ওপর এই অনলাইন কোর্সটি সংগঠিত করতে চলেছে ISRO-র অন্তর্ভুক্ত একটি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ‘ইন্ডিয়ান ইন্সটিটিউট অব রিমোট সেন্সিং'(IIRS)।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হওয়া এই শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান IIRS পরিবেশ বিদ্যার ওপর যে অনলাইন কোর্সটি সংগঠিত করতে চলেছে সেটির নাম হল “অ্যাপ্লিকেশন অফ জিওইনফরমেটিকস ইন ইকোলজিকাল স্টাডিস”।

কাদের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে?

সরকারি ও বেসরকারি খাতের পেশাদার ব্যক্তি, বিভিন্ন এনজিও এছাড়াও পরিবেশ বিদ্যা নিয়ে যারা গবেষণায় নিযুক্ত তাদের কথা মাথায় রেখেই এই এগারো দিনের ফ্রি অনলাইন কোর্সটি শুরু করা হচ্ছে।

এই কোর্স-এ কী কী শেখানো হবে?

এই কোর্স-এ অংশগ্রহণকারীরা পরিবেশ বিদ্যা সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্বন্ধে পড়ার সুযোগ পাবেন।বিষয়গুলি হল-

১. ইকোলজিকাল নিশে বেসড স্পিসিস ডিস্ট্রিবিউশন মডেলিং
২. বায়োডাইভার্সিটি অ্যাসেসমেন্ট উইথ জিওইনফ্রোম্যাটিকস
৩. জিওস্ট্যাটিস্টিক্যাল অ্যাসেসমেন্ট উইথ জিওইনফ্রোম্যাটিকস
৪. জিওস্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ইন ইকোলজিকাল স্টাডি
৫. বায়োডাইভারসিটি ইনফ্রোম্যাটিকস
৬. সিটিজেন সায়েন্স

রেজিস্টার করার পদ্ধতি

কোর্সে রেজিস্টার করার সময় অংশগ্রহনকারীকে সমস্ত ডিটেইলস নির্ভুল ভাবে দিতে হবে।
একবার রেজিস্টার করা হয়ে গেলে, ক্যান্ডিডেটকে একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হবে।এই রেজিস্ট্রেশন নাম্বার যত্ন করে রেখে দিতে হবে কারণ ভবিষ্যতে এটির প্রয়োজন পরতে পারে।

এরপর ক্যান্ডিডেটের ইমেলে একটি লিঙ্ক পাঠানো হবে এবং ওই লিঙ্কে ক্লিক করলেই ক্যান্ডিডেট তার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে পারবেন।
ইমেল ভেরিফাই করে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার পর সিলেকশন পর্বের জন্য অ্যাপ্লিকেশন পেয়ে যাবে ক্যান্ডিডেট।

এরপর কোর্স ডিরেক্টর অংশগ্রহণকারীর অ্যাপ্লিকেশন যাচাই করে বাছাইয়ের সিদ্ধান্ত নেবেন।
যেসব অংশগ্রহণকারী এই কোর্সটির জন্য সিলেক্টেড হবেন তাদের কাছে কোর্স বিশদ বিবরণ সহ একটি অ্যাপ্রুভাল মেল যাবে সেখানেই কীভাবে এই কোর্সটিতে অংশগ্রহণকারীরা যোগ দিতে পারবেন তা লেখা থাকবে।

কোর্সটি শুরু হবে ১৩ই জুলাই,২০২০

যোগাযোগ

এই কোর্সটি সম্বন্ধে যদি কোনো প্রশ্ন আপনার মনে জেগে থাকে তাহলে যোগাযোগ করুন-
ফোন: +৯১-১৩৫-২৫২৪১৩০
ইমেল: dlp@iirs.gov.in

টেকনিকাল সাহায্যের জন্য যোগাযোগ করুন-
ফোন: +৯১-১৩৫-২৫২৪১২০
ইমেল: websupport@iirs.gov.in
শংসাপত্র সম্বন্ধিত কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন –
ফোন: +৯১-১৩৫-২৫২৪৩৫৪

রেজিস্টার করতে ক্লিক করুন:
https://elearning.iirs.gov.in/edusatregistration/student

Leave a Reply